জিনপিংকে 'ভাঁড়' বলে কটাক্ষ, চিনা ধনকুবেরকে ১৮ বছরের কারাদণ্ড দিল দেশের আদালত

চিন কমিউনিস্ট পার্টির অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত রেনের বিরুদ্ধে ৭৪ লাখ ডলার তছরুপের অভিযোগ আনা হয়েছে

Updated By: Sep 22, 2020, 03:09 PM IST
জিনপিংকে 'ভাঁড়' বলে কটাক্ষ, চিনা ধনকুবেরকে ১৮ বছরের কারাদণ্ড দিল দেশের আদালত

নিজস্ব প্রতিবেদন: চিনা প্রেসিডেন্টকে 'ভাঁড়' বলেছিলেন দেশের বিজনেশ টাইকুন রেন ঝিকিয়াং।  কমিউনিস্ট পার্টি ঘনিষ্ঠ সেই ধনকুবেরকে ১৮ বছরের কারাদণ্ড দিল দেশের আদালত। অভিযোগ, বিপুল টাকা ঘুষ নিয়েছেন রেন। পাশপাশি জনসাধারণের টাকাও নয়ছয় করেছেন।

আরও পড়ুন-উঠে গেল ৮ সাংসদের ধর্না, সাসপেনশন না তুললে রাজ্যসভার অধিবেশন বয়কটের ঘোষণা বিরোধীদের 

চিনে করোনাভাইরাস ছড়িয়ে পড়া শুরু করতেই সরকারের বিরুদ্ধে সরব হয়ে ওঠেন রেন। মার্চে তিনি মন্তব্য করেন, প্রেসিডিন্ট শি জিনপিং করোনা সংক্রমণকে খুব হালকাভাবে নিচ্ছেন। এতবড় এক সংক্রমণকে নিয়ে ভাঁড়ামি করেছেন চিনা প্রেসিডেন্ট। ওই মন্তব্যের পরই মার্চ মাসে আচমকাই উধাও হয়ে যান রেন।

চিন কমিউনিস্ট পার্টির অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত রেনের বিরুদ্ধে ৭৪ লাখ ডলার তছরুপের অভিযোগ আনা হয়েছে। এর জন্য তাঁকে ৬,২০,০০০ ডলার জরিমানও করা হয়েছে। সরকারের দাবি, তাঁর অপরাধের কথা স্বীকার করেছেন রেন।

আরও পড়ুন-দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ৫৫ লক্ষ, কমছে দৈনিক সংক্রমণের হার!

সরকারের করোনা মোকাবিলার সমালোচনা করে রেন মন্তব্য করেছিলেন, পার্টির নেতা ও সরকারি আধিকারিকরা এখন নিজেদের স্বার্থ নিয়েই ব্যস্ত। দেশের সর্বোচ্চ নেতাও তাই করছেন। এখন দেশের রাজাকে ঝলমলে পোশাকে দেখতে পাচ্ছি না। বরং মনে হচ্ছে এক ভাঁড় যেন তার পোশাক খুলে ফেলেছে।

.