অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিক্ষিপ্ত সংঘর্ষে দুইজন নিহত


বাংলাদেশের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিক্ষিপ্ত সংঘর্ষে দুইজন নিহত
বাংলাদেশের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিক্ষিপ্ত সংঘর্ষে দুইজন নিহত

বাংলাদেশের স্থানীয় সরকারের সর্ব নিম্ন স্তরের প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে বিক্ষিপ্ত সংঘর্ষ ও সহিংস ঘটনার মধ্য দিয়ে দেশের ১৩ টি জেলার ২০৪ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন সোমবার বিকেলে শেষ হয়েছে।   

বাংলাদেশের স্থানীয় সরকারের সর্ব নিম্ন স্তরের প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে বিক্ষিপ্ত সংঘর্ষ ও সহিংস ঘটনার মধ্য দিয়ে দেশের ১৩ টি জেলার ২০৪ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন সোমবার বিকেলে শেষ হয়েছে।

বিভিন্ন এলাকা থেকে পাওয়া খবরে জানা গেছে নির্বাচন চলাকালে বিভিন্ন ভোট কেন্দ্রে বিক্ষিপ্ত সংঘর্ষে ও সহিংস ঘটনায় অন্তত দুই ব্যক্তি নিহত এবং অর্ধ শতাধিক লোক আহতে হয়েছেন।

সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে ভোলা জেলার হাজারিগঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচন চলাকালে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে এবং বরিশাল জেলার খাঞ্জাপুর ইউনিয়নে প্রতিপক্ষ মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলাকালে বোমা বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হন।

এছাড়া, যে ২০৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তার কয়েকটিতে প্রতিপক্ষ প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় অর্ধ শতাধিক লোক আহতে হওয়ার খবর পাওয়া গেছে।

করোনা দুর্যোগের কারনে নির্বাচনের সময় ভোটারদের গাইডলাইন অনুযায়ী কঠোর ভাবে স্বাস্থ্য বিধি মানার কথা থাকেলেও ভোট কেন্দ্র গুলতে মাস্ক পরিধান, সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্যানিটাইজার ব্যাবহারে মত বিষয়গুলো নির্বাচনী কর্মকর্তা ও নিরাপত্তা রক্ষীদের উপস্থিতিতেই অনেকেই উপেক্ষা করেছেন বলে খবরে বলা হয়েছে। সর্বশেষ খবরে জানা গেছে নির্বাচন শেষে এ সকল ইউনিয়ন পরিষদের নির্বাচন কেন্দ্র গুলোতে ভোট গণনা শুরু হয়েছে।

বাংলাদেশ নির্বাচন কমিশন দেশের মোট ৪৫৬২ টি ইউনিয়ন পরিষদের মধ্যে আজ প্রথম দফায় সোমবার ৩৬৭ টিতে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছিল । তবে সীমান্ত জেলা গুলোতে করোনা সংক্রমণের ব্যাপক বিস্তারের কারনে নির্বাচন কমিশন সেখানকার ১৬৩ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করে দেয়।

XS
SM
MD
LG