অন্বেষণ কুইজের এবারের বিজয়ী... | পাঠক ভাবনা | DW | 06.07.2020
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

অন্বেষণ

অন্বেষণ কুইজের এবারের বিজয়ী...

অন্বেষণ কুইজে গত সপ্তাহের প্রশ্ন ছিল: করোনার কারণে কোন বাহন জনপ্রিয় হচ্ছে? সঠিক উত্তর: সাইকেল৷

ফাইল ফটো

ফাইল ফটো

করোনাকালে বাইরে বের হতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে৷ সেইসাথে পরিবেশের ক্ষতি কমানো যাবে, আবার মুক্ত বাতাসে কিছুটা শরীরচর্চাও হয়ে যাবে৷ এত কিছুর জন্য সাইকেলই উপযুক্ত বাহন৷ রাজধানী বার্লিনের সাইকেল চলাচলের রাস্তাগুলো আরো চওড়া করা হচ্ছে, যাতে আরো বেশি মানুষ সাইকেল চালাতে আগ্রহী হয়ে ওঠেন৷

 

অন্বেষণের এই প্রতিবেদন নিয়েই গত পর্বের কুইজের প্রশ্ন ছিল৷ কুইজে সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজনকে বিজয়ী নির্ধারণ করা হয়েছে৷

এবার বিজয়ী হয়েছেন, গৌতম ঘোষ, পীর বাড়ি মোড়, চান্দির, গড়পাড়া, মানিক গঞ্জ-১৮০২, বাংলাদেশ৷ প্রিয় গৌতম, আপনাকে অভিনন্দন! পুরস্কার আপনার ঠিকানায় পৌঁছে যাবে৷

কুইজে যাঁরা অংশ নিয়েছেন তাঁদের সবাইকে আন্তরিক ধন্যবাদ৷ আর বন্ধুদের সবার কাছে আমাদের অনুরোধ, আপনাদের বন্ধুদেরও এই প্রতিযোগিতার কথা জানাবেন৷ জানাবেন, ডয়চে ভেলের টেলিভিশন অনুষ্ঠান অন্বেষণ এবং ওয়েবসাইটের কথা৷ অন্বেষণ অনুষ্ঠানের হ্যাশট্যাগও রয়েছে৷ বাংলায় #অন্বেষণ আর ইংরেজিতে #Onneshon লিখে ফেসবুক, টুইটারে মন্তব্য করা যাবে৷

সবার প্রতি অনুরোধ, কুইজের উত্তরের সঙ্গে পুরো ঠিকানাটাও দেবেন, ঠিকানা না পেলে তো পুরস্কার পাঠানো যায় না!

ডয়চে ভেলের সকল বন্ধুর জন্য রইলো শুভেচ্ছা৷

- ডয়চে ভেলে বাংলা বিভাগ