Please enable javascript.Bhavani Devi,'মোদীর তাঁবেদারি না করে, অলিম্পিকে মন দিন', কটাক্ষের শিকার ফেন্সার ভবানী দেবী - indian fencer bhavani devi slammed for calling pm modi her inspiration - eisamay

'মোদীর তাঁবেদারি না করে, অলিম্পিকে মন দিন', কটাক্ষের শিকার ফেন্সার ভবানী দেবী

EiSamay.Com | 27 Jul 2021, 7:36 pm
Subscribe

এরপর নিজের পারফরম্যান্সে খানিকটা হতাশ হয়েই ভবানী দেবী সোশাল মিডিয়ায় একটা আবেগপ্রবণ বার্তা পোস্ট করেন। সেই পোস্টে পদক জয় না করতে পারার জন্য দেশবাসীর কাছে ক্ষমাও চেয়ে নেন। যদিও এই ম্যাচে তিনি নিজেকে উজাড় করে দিয়েছিলেন।

Bhavani Devi and Narendra Modi
ভবানী দেবী এবং নরেন্দ্র মোদী
এই সময় ডিজিটাল ডেস্ক : অলিম্পিকে অংশগ্রহণকারী ভারতের প্রথম ফেন্সিং অ্যাথলিট ভবানী দেবী টুর্নামেন্টের শুরুটা বেশ ভালোই করেছিলেন। প্রথম ম্যাচে টিউনিশিয়ার নাদিয়া বেন আজিজের বিরুদ্ধে তিনি ১৫-৩ ব্যবধানে সহজ জয় পেয়েছিলেন। কিন্তু, আচমকাই তাঁর পদক জয়ের দৌড় থেমে যায়। বিশ্ব ফেন্সিং ক্রমতালিকায় তিন নম্বরে থাকা ম্যানন ব্রুনেটের কাছে তাঁকে পরাজয় স্বীকার করতে হয়।

এরপর নিজের পারফরম্যান্সে খানিকটা হতাশ হয়েই ভবানী দেবী সোশাল মিডিয়ায় একটা আবেগপ্রবণ বার্তা পোস্ট করেন। সেই পোস্টে পদক জয় না করতে পারার জন্য দেশবাসীর কাছে ক্ষমাও চেয়ে নেন। যদিও এই ম্যাচে তিনি নিজেকে উজাড় করে দিয়েছিলেন।

নিজের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে ভবানী দেবী লেখেন, 'এটা আমার কাছে উত্তেজনা এবং আবেগ মেশানো একটা বড় দিন ছিল। প্রথম ম্যাচটা নাদিয়া আজিজির বিরুদ্ধে আমি ১৫-৩ ব্যবধানে জয়লাভ করি। অলিম্পিকের আসরে প্রথম ভারতীয় ফেন্সিং তারকা হিসেবে জয়লাভ, কম বড় কৃতিত্ব ছিল না। তবে দ্বিতীয় ম্যাচে বিশ্ব ফেন্সিং ক্রমতালিকায় তিন নম্বরে থাকা ম্যানন ব্রুনেটের কাছে ৭-১৫ ব্যবধানে হেরে যাই। আমি নিজেক সবটুকু উজাড় করে দিয়েছিলাম। কিন্তু, তাও জিততে পারলাম না। আমি অত্যন্ত দুঃখিত।'
F3A6007B-6369-4749-A955-823232377846

টোকিয়োয় অনুশীলন করছেন ভবানী দেবী


তাঁর এই পোস্টটা যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চোখে পড়ে যাবে, সেটা কল্পনাও করতে পারেননি ভবানী দেবী। তাঁর এই চেষ্টাকে কুর্নিশ জানিয়েছেন মোদী। এবং সেইসঙ্গে এও বলেছেন যে জয়-পরাজয় তো জীবনেরই একটা অংশ।

প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, 'তুমি নিজের সেরাটা উজাড় করে দিয়েছ। সেটাই সবথেকে বড় কথা। জয়-পরাজয় তো জীবনেরই একটা অংশ। তোমার এই অবদানে গোটা দেশ যথেষ্ট গর্বিত। দেশবাসীর কাছে তুমি আগামীদিনে দৃষ্টান্ত হয়ে থাকবে।'

দেশের প্রধানমন্ত্রীর থেকে এমন প্রশংসা পাওয়ার পর ভবানী দেবীর আবেগের বাঁধ ভেঙে গিয়েছিল। তিনি আরও একটা টুইট করে এর জবাব দিয়েছেন। প্রধানমন্ত্রীকে সরাসরি উদ্দেশ্য করে তিনি লিখেছেন, নরেন্দ্র মোদীই এই ২৭ বছর বয়সি ফেন্সারের অনুপ্রেরণার উৎস।

টুইটারে ভবানী দেবী লিখেছেন, 'যখন আমার আদর্শ ব্যক্তিই আমাকে অনুপ্রেরণা বলে মনে করেন, তার থেকে ভালো আর কীই বা হতে পারে? নরেন্দ্র মোদী'জি, আপনার প্রত্যেকটা কথা আমাকে মোটিভেট করে। আমি ম্যাচ হেরে যাওয়ার পরেও, পাশে এসে দাঁড়িয়েছেন। আপনার এই ব্যবহার এবং নেতৃত্বগুণ আমাকে আগামীদিনে আরও আত্মবিশ্বাসী এবং অনুপ্রাণিত করে তুলবে। আশা করছি, আগামীদিনে দেশের তেরঙার মর্যাদা বজায় রাখতে পারব। জয় হিন্দ।'

এভাবেই একে অপরের প্রতি যখন শ্রদ্ধা বিনিময় চলছিল, ঠিক সেইসময় একদল নেট নাগরিক ভবানী দেবীকে নিয়ে ট্রোল করতে শুরু করেন। কেউ কেউ তো আবার তাঁকে মোদীর তাঁবেদারি না করে খেলায় মন দেওয়ার পরামর্শ দিয়েছেন। আসুন দেখে নেওয়া যাক, কে কী বললেন:

মন্তব্য করুন

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল