Please enable javascript.Virat Kohli Rcb Captain,রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়কত্ব ছাড়ছেন বিরাট কোহলি - ipl 2021 next year virat kohli will leave royal challengers bangalore captaincy - eisamay

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়কত্ব ছাড়ছেন বিরাট কোহলি

EiSamay.Com | 20 Sep 2021, 12:40 am
Subscribe

টি-২০ ক্রিকেটের পর এবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়কত্ব ছাড়ছেন বিরাট কোহলি। তিনি নিজের মুখেই একথা স্বীকার করেছেন। আগামী বছর তিনি অধিনায়কত্ব ছাড়বেন বলে জানিয়েছেন।

Virat Kohli RCB Captain
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের অধিনায়ক বিরাট কোহলি
এই সময় ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের পর এবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়কত্ব ছাড়ছেন বিরাট কোহলি। তিনি নিজের মুখেই একথা স্বীকার করেছেন। আগামী বছর তিনি অধিনায়কত্ব ছাড়বেন বলে জানিয়েছেন।

রবিবার বিরাট কোহলি জানিয়েছেন, এটাই অধিনায়ক হিসেবে তাঁর শেষ আইপিএল টুর্নামেন্ট। তবে পরের বছর থেকে তিনি দলের একজন ক্রিকেটার হিসেবেই খেলা চালিয়ে যেতে চান। বিরাটের এই সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই গোটা দেশে রীতিমতো হুলুস্থুল পড়ে গিয়েছে। কারণ কয়েকদিন আগেই তিনি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অধিনায়কত্ব ছেড়েছেন। এমনকী, গতকাল তাঁর ছোটোবেলার কোচ রাজকুমার শর্মাও জানিয়েছিলেন, ভারতের এই আর্থিক আতিশয্যে মোড়া ক্রিকেট লিগের অধিনায়কের পর ছেড়ে দেওয়া উচিত। তারপর আজই তিনি এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেন।

একটি বিবৃতিতে বিরাট জানিয়েছেন, 'এটা আমার কাছে দুর্দান্ত এবং অনুপ্রেরণামূলক যাত্রা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের একঝাঁক তরুণ ক্রিকেটারদের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছি। আমি এই উপলক্ষ্যে RCB ম্যানেজমেন্ট, দলের কোচ, সাপোর্ট স্টাফ, ক্রিকেটার এবং গোটা RCB পরিবারকে আমি ধন্যবাদ জানাতে চাই। বছরের পর বছর ধরে অধিনায়ক হিসেবে তাঁরা আমাকে বেড়ে উঠতে সাহায্য় করেছেন। এই সিদ্ধান্তটা একেবারেই সহজ ছিল না। অনেক ভাবনাচিন্তা করার পরেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। ফ্র্যাঞ্চাইজির পক্ষে এটাই ভালো হবে।'

সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর পরিবার সবসময় আমার হৃদয়ের কাছাকাছি থাকে। কারণ আমরা সবসময়ই সাফল্যের শিখরে পৌঁছতে চেয়েছি। আমি আগেও একথা বহুবার বলেছি, যতদিন আমি ক্রিকেট খেলব, কেরিয়ারের শেষদিন পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের হয়েই খেলব।'

অন্যদিকে RCB চেয়ারম্যান প্রথমেশ মিশ্রা বললেন, 'বিরাট কোহলি দেশের অন্যতম সেরা ক্রিকেটার। উনি RCB-র একটা সম্পদ। ওঁর নেতৃত্ব দেওয়ার দক্ষতা এককথায় অসাধারণ। আমরা বিরাটের সিদ্ধান্তকে শ্রদ্ধা এবং সমর্থন করি। RCB দলকে এতদিন ধরে নেতৃত্ব দেওয়ার জন্য আমরা প্রত্যেকে ধন্যবাদ জানাতে চাই। ফ্র্যাঞ্চাইজিতে বিরাটের নেতৃত্ব অনন্য ছাপ রেখে গিয়েছে। উনি দলের সিনিয়র সদস্য হিসেবেই থাকবেন।

টি-২০ ক্রিকেটের অধিনায়কত্ব থেকে কোহলির সরে দাঁড়ানোর পর রাজকুমার শর্মাকে প্রশ্ন করা হয়, কোহলির ICC ট্রফি জেতা নিয়ে। কারণ এখনও পর্যন্ত কোনও ICC ট্রফি জেতেননি কোহলি। জবাবে রাজকুমার বলেন, ‘বিরাটের রেকর্ডের দিকে তাকিয়ে বলা যেতেই পারে যে এটা ওর কেরিয়ারের অন্যতম বড় সিদ্ধান্ত। ওর রেকর্ডগুলোর দিকে একবার তাকিয়ে দেখুন। ও অন্যতম সফল অধিনায়ক। তিন ফরম্যাটেই ও যথেষ্ট সাফল্য পেয়েছে। আপনি কোনও অধিনায়ককে বিচার করতে পারেন না সে কতগুলো ICC ট্রফি জিতেছেন তা দিয়ে। তাঁকে বিচার করতে হয় সে অধিনায়ক ও প্লেয়ার হিসেবে দেশের জন্য কী করেছে তা দিয়ে।’
মন্তব্য করুন

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল