Please enable javascript.লিঙ্গায়েত ইস্যু মাথার রেখেই কর্ণাটকের নয়া মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই - basavaraj bommai elected as next karnataka chief minister - eisamay

লিঙ্গায়েত ইস্যু মাথার রেখেই কর্ণাটকের নয়া মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই

EiSamay.Com | 27 Jul 2021, 9:55 pm
Subscribe

কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, সেই দিকে নজর ছিল গোটা জাতীয় রাজনীতির... ভোক্কালিগা নয় লিঙ্গায়েতেই আস্থা রাখল বিজেপি হাই কম্যান্ড...

basavraj bommai
এই সময় ডিজিটাল ডেস্ক: জল্পনা মতোই বিএস ইয়েদুরাপ্পার পদত্যাগের পর কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। লিঙ্গায়েত সম্প্রদায়ের দাবি মেনেই BJP মন্ত্রিসভার বৈঠকে বাসবরাজ বোম্মাই নয়া মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন। লিঙ্গায়েত ভোটকে মাথায় রেখেই ইয়েদুরাপ্পার পর আরও এক লিঙ্গায়েত নেতাকেই বেছে নিল BJP পরিষদীয় দল বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ার ছেড়ে এবার মুখ্যমন্ত্রীর কুর্সিতে বাসবরাজ বোম্মাই।

লিঙ্গায়েত সম্প্রদায়ই কর্ণাটকে সংখ্যাগরিষ্ঠ। রাজ্যের ২০ শতাংশ মানুষ এই সম্প্রদায়ভুক্ত। উত্তর কর্ণাটক এবং মধ্য কর্ণাটকে এই সম্প্রদায়ের মানুষের আধিক্য বেশি। সূত্রের খবর, ইয়েদুরাপ্পা নিজেও চেয়েছিলেন তাঁর মন্ত্রিসভার অত্যন্ত ঘনিষ্ঠ মন্ত্রী বাসবরাজ পরবর্তী মুখ্যমন্ত্রী হোক।

বাসবরাজের বাবা সোমাপ্পা রায়া্প্পা বোম্বাইও কর্ণাটকের মুখ্যমন্ত্রী ছিলেন। জেডিইউ দলের হয়ে রাজনীতিতে পা রেখেছিলেন বাসবরাজ। জেডিইউ-র টিকিটে লড়ে ১৯৯৮ এবং ২০০৪ সালে পরপর দু’বার বিধায়কও হন তিনি। ২০০৮ সালে জেডিইউ ছেড়ে BJPতে যোগ দেন। এরপরই আসে মন্ত্রীত্ব। ফের ২০১৯ সালে কর্ণাটকে BJP সরকার গড়ার পরই আবারও মন্ত্রী হন বাসবরাজ বোম্মাই। সমবায়, আইন ও স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব সামলেছেন তিনি।

২ বছর মুখ্যমন্ত্রী পদে থাকার পর ২৬ জুলাই পদত্যাগ করেন BS Yediyurappa। কর্ণাটকের রাজনীতি বরাবরই নিয়ন্ত্রকের ভূমিকা নেয় জাতপাত। ইয়েদুরাপ্পা সরে যাওয়ার জল্পনার মধ্যেই প্রভাবশালী লিঙ্গায়েত সম্প্রদায় তাঁকেই সমর্থন করেছিল। যদিও এ ক্ষেত্রে বিপক্ষ ভোক্কালিগা সম্প্রদায়ের তরফে কাউকে মুখ্যমন্ত্রীত্বের দৌড়ে রাখা হতে পারে কিনা, তা নিয়েও জল্পনা চলেছে। তবে শেষ পর্যন্ত BJP লিঙ্গায়েত সম্প্রদায়ের দাবিই মেনে নিল পদ্ম শীর্ষ নেতৃত্ব।
মন্তব্য করুন

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল