Please enable javascript.Nishi Singh Bhadli Paralysed, Husband Sanjay Seeks Financial Help - প্যারালাইসিস হয়ে শয্যাশায়ী অভিনেত্রী, আর্থিক সাহায্যের আর্জি অভিনেতা স্বামীর! | Eisamay

প্যারালাইসিস হয়ে শয্যাশায়ী অভিনেত্রী, আর্থিক সাহায্যের আর্জি অভিনেতা স্বামীর!

EiSamay.Com | 25 Sep 2020, 4:01 pm
Subscribe

হিটলার দিদি, কুবুল হ্যায়, ইশকবাজ, তেনালি রামা-র মতো হিট সিরিয়ালে নিজের অভিনয় গুণে দর্শকের মন জয় করেছেন নিশি সিং ভাদলি। সামান্য কিছুটা শারীরিক উন্নতি গত বছর শেষের দিকে হলেও, এ বছরের ফেব্রুয়ারিতে ফের তাঁর স্ট্রোক হয়।

হাইলাইটস

  • করোনার কালবেলায় আর্থিক সংকটের মুখে পড়েছেন তাঁর স্বামী অভিনেতা-লেখক সঞ্জয় সিং ভাদলি।
  • পরিস্থিতি এতটাই খারাপ যে, তাঁর স্বামী আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন।
  • ১৯ বছরের ছেলে নিশির বাবা-মায়ের কাছে দিল্লিতে থাকেন। ১৬ বছরের মেয়ে তাঁদের সঙ্গেই মুম্বইতে থাকেন।
নিশি ও সঞ্জয়
নিশি ও সঞ্জয়
এই সময় বিনোদন ডেস্ক: টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী নিশি সিং ভাদলি। হিটলার দিদি, কুবুল হ্যায়, ইশকবাজ, তেনালি রামা-র মতো হিট সিরিয়ালে নিজের অভিনয় গুণে দর্শকের মন জয় করেছেন তিনি। তবে এই মুহূর্তে গুরুতর অসুস্থ অবস্থায় এতেবারেই শয্যাশায়ী তিনি। গত দু'বছর ধরে অসুস্থ তিনি, তার উপর গত বছর ফেব্রুয়ারিতেই স্ট্রোক হওয়ার পর তাঁর শরীরের একটি দিকে পক্ষাঘাত অর্থাৎ প্যারালাইসিস হয়ে যায়। তার পর থেকে তিনি একেবারেই বাড়িতে এবং বিছানায়। সামান্য কিছুটা শারীরিক উন্নতি গত বছর শেষের দিকে হলেও, এ বছরের ফেব্রুয়ারিতে ফের তাঁর স্ট্রোক হয়। কিন্তু করোনার কালবেলায় আর্থিক সংকটের মুখে পড়েছেন তাঁর স্বামী অভিনেতা-লেখক সঞ্জয় সিং ভাদলি।
পরিস্থিতি এতটাই খারাপ যে, তাঁর স্বামী আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। স্ত্রীর চিকিৎসার খরচ চালাতে পারছেন না তিনি, তাই তাঁর বিনীত অনুরোধ তাঁদের আর্থিক সাহায্যের জন্য। তিনি জানিয়েছেন, '২০১৯-এর ফেব্রুয়ারিতে বাড়িতেই পড়ে যান নিশি। তার পর থেকে কাউকে চিনতেও পারছে না। সাত-আটদিন হাসপাতালে থাকার পর তাঁকে আমরা বাড়িতে নিয়ে আসি। একটু ভালো হচ্ছিল ও। তার পরই এ বছরের রাখির সময় ফের স্ট্রোক হয়। শরীরের বাঁদিক প্যারালাইসিস হয়ে গিয়েছে তাঁর। শরীরের সেই দিকে ওর কোনও অনুভূতিই নেই।'

দম্পতির দুই সন্তান রয়েছে। ১৯ বছরের ছেলে নিশির বাবা-মায়ের কাছে দিল্লিতে থাকেন। ১৬ বছরের মেয়ে তাঁদের সঙ্গেই মুম্বইতে থাকেন। শুধু ছোট মেয়ের পক্ষে মায়ের দেখভাল অসম্ভব তাই, সঞ্জয় নিজেই নিজের কাজ বন্ধ রেখে সর্বক্ষণ স্ত্রীয়ের পাশে রয়েছেন। তার উপর করোনাভাইরাসের জেরে এ বছর কোনও কাজই করতে পারেননি তিনি। ফলে আরও বেশি করে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তাঁরা। সংকটের উপর আরও সংকট বাড়িয়েছে করোনা।

পরিস্থিতির কথা বিচার করে, আর কোনও উপায় না পেয়ে সঞ্জয় আর্থিক সাহায্যের কথা বলেছেন। তিনি বলেছেন, 'নিশি ভালো হয়ে যাবে। তাও আমাদের অনেক টাকার প্রয়োজন ওর চিকিৎসার জন্য। গত দু বছরে আমাদের জমানো সব টাকা প্রায় শেষ হয়ে গিয়েছে। যা ছিল সব চলে গিয়েছে। আমাদের ফ্ল্যাটও মর্টগেজে রয়েছে। আর্থিক ভাবে সংকট কিছুটা না কাটলে আমি কাজেও যোগ দিতে পারছি না। আমাদের খুবই সাহায্যের প্রয়োজন।'

আরও পড়ুন: বেশি চাই না, চার-পাঁচশো দিন প্লিজ! মর্মান্তিক বাঁচার আর্জি 'মঙ্গল পান্ডে' অভিনেতার...

এই সময় ডিজিটালের বিনোদন সংক্রান্ত সব আপডেট এখন টেলিগ্রামে। সাবস্ক্রাইব করতে undefined
মন্তব্য করুন

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল