Please enable javascript.Kanchan Mullick,‘সন্তানের কথা ভেবে সাবধানী হওয়া উচিত ছিল’, কাঞ্চন-পিঙ্কিকে পরামর্শ রূপাঞ্জনার - actress rupanjana mitra speaks about kanchan mullick alleged relationship with sreemoyee chattoraj - eisamay

‘সন্তানের কথা ভেবে সাবধানী হওয়া উচিত ছিল’, কাঞ্চন-পিঙ্কিকে পরামর্শ রূপাঞ্জনার

EiSamay.Com | 22 Jun 2021, 12:38 pm
Subscribe

পিঙ্কি ও কাঞ্চনকে দীর্ঘদিন ধরেই চেনেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। অভিনেতা কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ কে নিয়ে কী বললেন অভিনেত্রী? বিস্তারিত জানতে নীচে পড়ুন...

Rupanjana Mitra
রূপাঞ্জনা ও কাঞ্চন (ফাইল চিত্র)
এই সময় ডিজিটাল ডেস্ক: পিঙ্কি, কাঞ্চন ও শ্রীময়ীর সম্পর্কের টানাপড়েন অব্যাহত। একে অপরের বিরুদ্ধে অভিযোগের তির ছুড়ছে দু’পক্ষ। এবার এবিষয়ে মুখ খুললেন কাঞ্চনের দীর্ঘদিনের সহ-অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। একসময়ের বন্ধু কাঞ্চনকে তাঁর পরামর্শ, ‘আরও সাবধানী হওয়া উচিত ছিল’।
'ভুলের পর ভুল করে চলেছে' , শ্রাবন্তীর প্রেমিকের ছবি দেখে 'হাহাকার' রোশনের

তবে কারও ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করতে নিমরাজি রূপাঞ্জনা। তাঁর কথায়, ‘বিক্ষিপ্তভাবে অনেক কথাই কানে এসেছে। সবটাই প্রায় জানি’। কাঞ্চন ও পিঙ্কির সঙ্গে পরিচয় থাকলেও তিনি চেনেন না শ্রীময়ী চট্টরাজকে। তবে যেদিনের ঘটনার পর জল এত দূর গড়াল সেই ঘটনার প্রসঙ্গে রূপাঞ্জনা বলেন, ‘যা শুনেছি পিঙ্কিকে গাড়ি থেকে জোর করে নামানো হয়। সত্যিই তা হয়ে থাকে তবে আরও বেশি মানবিক হওয়া উচিত ছিল দু’জনের’। রূপাঞ্জনা চিন্তিত কাঞ্চন ও পিঙ্কির আট বছরের পুত্র সন্তানকে নিয়ে। তাঁর কথায়, ‘বাচ্চার কথা ভেবে দু’জনেরই আরও সাবধানী হওয়া উচিত ছিল’।
‘বাস্তবে খলনায়িকা নই’, কাঞ্চনকে দাদা সম্বোধন করে আর্তি শ্রীময়ীর

তিনি জানান, একটি বাচ্চার সামনে এই ধরনের কিছু ঘটে থাকলে তার উপর কী প্রভাব পড়বে তা অনুমান করে সেই মতো পদক্ষেপ নেওয়া উচিত।
অভিনেতা তথা উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক বার বার বলেছেন তাঁর বিধায়ক হওয়ার পর এই ধরনের অভিযোগ কেন উঠছে। তিনি কি রাজনৈতিক ষড়যন্ত্রের স্বীকার? উঠছে সেই প্রশ্নও। এ প্রসঙ্গে রূপাঞ্জনা বলেন, ‘জনপ্রিতিনিধিদের অনেক বেশি দায়িত্বশীল থাকতে হয়’। তাঁর কথায়, ‘জনপ্রতিনিধি হলে মানুষ কাঁদা ছুড়বেই। কিন্তু, তা বাঁচিয়ে চলতেই হবে’।
মন্তব্য করুন

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল