Please enable javascript.SBI And Titan Launches India's First Contactless Payment Watches Titan Pay - কার্ড-নগদ নিয়ে ঘোরার দিন শেষ, শপিং সেরে বিল মেটান হাতঘড়িতেই! | Eisamay

কার্ড-নগদ নিয়ে ঘোরার দিন শেষ, শপিং সেরে বিল মেটান হাতঘড়িতেই!

EiSamay.Com | 25 Sep 2020, 4:01 pm
Subscribe

করোনা পরিস্থিতিতেই দেশের প্রথম পেমেন্ট ওয়াচ নিয়ে হাজির হল টাইটান কোম্পানি। এসবিআইয়ের সঙ্গে গাঁটছড়া বেঁধে 'টাইটান পে' লঞ্চ করেছে তারা। এই ঘড়ির মাধ্যমে স্ট্যান্ডার্ড কন্টাক্টলেস ডেবিট কার্ডের সমস্ত কাজ করা সম্ভব।

হাইলাইটস

  • করোনা পরিস্থিতিতেই দেশের প্রথম পেমেন্ট ওয়াচ নিয়ে হাজির হল টাইটান কোম্পানি।
  • এসবিআইয়ের সঙ্গে গাঁটছড়া বেঁধে 'টাইটান পে' লঞ্চ করেছে তারা।
  • এই ঘড়ির মাধ্যমে স্ট্যান্ডার্ড কন্টাক্টলেস ডেবিট কার্ডের সমস্ত কাজ করা সম্ভব।
pay
দেশের প্রথম পেমেন্ট ওয়াচ (প্রতীকী ছবি)
এই সময় ডিজিটাল ডেস্ক: নিউ নর্মালে খুচরো কেনাকাটায় সুরক্ষিত এবং নিরাপদ পেমেন্টের ব্যবস্থা জরুরি প্রয়োজন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে টাইটান কোম্পানি এমন একটি হাতঘড়ি বাজারে নিয়ে এল যার মাধ্যমে কেনাকাটার পরে পেমেন্ট করা যাবে। এক্ষেত্রে কার্ডের কোনও প্রয়োজন হবে না। ভারতীয় স্টেট ব্য়াংকের সঙ্গে গাঁটছড়া বেঁধে 'টাইটান পে' নামে নতুন এই ঘড়ি লঞ্চ করল তারা।
সংস্থার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, টাইটান পে' ঘড়িতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক ট্যাপি টেকনোলজির একটি সার্টিফায়েড ও সুরক্ষিত নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) চিপ। এই চিপ লাগানো রয়েছে ঘড়ির স্ট্র্যাপের মধ্যে। যার দ্বারা স্ট্যান্ডার্ড কন্টাক্টলেস ডেবিট কার্ডের সমস্ত কাজ এই ঘড়ির মাধ্যমেই করা সম্ভব।

টাইটান পে ঘড়িগুলি ইওনো এসবিআই দ্বারা পরিচালিত। ফলে যাদের এসবিআই অ্যাকাউন্ট আছে তাঁরা তাঁদের 'টাইটান পে ওয়াচ' কন্টাক্টলেস পেমেন্ট পিওএস মেশিনে সামনে টাচ করালেই পেমেন্ট হয়ে যাবে। এক্ষেত্রে তাঁদের আর এসবিআই ব্যাংক কার্ড সোয়াইপ করতে হবে না। ২০০০ টাকা পর্যন্ত পেমেন্টের ক্ষেত্রে পিন লাগবে না। দেশের ২০ লক্ষেরও বেশি কন্টাক্টলেস মাস্টার কার্ড এনাবল্ড পিওএস মেশিনে এই ঘড়ির মাধ্যমে পেমেন্ট করা সম্ভব হবে।

এই এক্সক্লুসিভ ঘড়ির সম্ভারে পুরুষদের জন্য তিনটি এবং মহিলাদের জন্য দু'টি স্টাইলের ঘড়ি রয়েছে। আকর্ষণীয় এই ঘড়িগুলির দাম ২,৯৯৫ টাকা থেকে শুরু করে ৫,৯৯৫ টাকার মধ্যে নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: লিখিত পরীক্ষা দিতে হবে না, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি SBI-এর!

এই প্রসঙ্গে টাইটান কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর সি কে ভেঙ্কটরামন বলেন, 'টাইটান সবসময় ডিজাইন ও উদ্ভাবনী দক্ষতার উপরে গুরুত্ব দেয়। আমরা আমাদের গ্রাহকদের পছন্দের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নতুন নতুন প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি। এই নিউ নর্মালের জন্য প্রয়োজনীয় দ্রুত, সুরক্ষিত এবং নির্বিঘ্নে পেমেন্ট ব্যবস্থা আনার ক্ষেত্রে এসবিআই হল আদর্শ অংশীদার। টাইটান পে কেবল গ্রাহকের ব্যাংকিংয়ের চাহিদাই পূরণ করবে না, পাশাপাশি এটি গ্রাহকদের কাছে ক্লাসিক এবং পরিশীলিত ডিজাইনের ঘড়ির চাহিদাও পূরণ করবে।'

এই অংশিদারিত্ব সম্পর্কে এসবিআইয়ের চেয়ারম্যান রজনীশ কুমার বলেন, 'কন্টাক্টলেস পেমেন্টের জগতে টাইটানের এই অনন্য ইনোভেশনের অংশ হতে পেরে আমরা আনন্দিত। বিশ্বের পঞ্চম বৃহত্তম ঘড়ি প্রস্তুতকারক সংস্থার সঙ্গে হাত মিলিয়ে আমরা আমাদের ইওনো গ্রাহকদের শপিংয়ের সুবিধার জন্য টাইটান পেমেন্ট ওয়াচের মতো স্মার্ট সমাধান দিতে পেরে আনন্দিত। আমাদের বিশ্বাস, এই ইনোভেশন আমাদের গ্রাহকদের ট্যাপ অ্যান্ড পে প্রযুক্তির মাধ্যমে শপিংয়ের অভিজ্ঞতাটিকে নতুন করে সংজ্ঞায়িত করবে।'

আরও পড়ুন: ফিক্সড ডিপোজিট থেকে আরও আয়ের কিছু স্মার্ট আইডিয়া, জানুন....

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন
মন্তব্য করুন

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল